বিএনএ,ঢাকা:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৯ সেপ্টেম্বর) খাতভিত্তিক লেনদেনের শীর্ষ স্থানে উঠে এসেছে প্রকৌশল খাত। ডিএসইতে মোট খাতভিত্তিক লেনদেনের মধ্যে ১২.৭০ শতাংশ অবদান রয়েছে এ খাত থেকে।
এদিকে ১১.৫০ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে আছে টেক্সটাইল খাত এবং ১০.৯০ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে আছে ওষুধ ও রাসায়ন খাত।ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আজকের পুজিঁবাজার
খাতভিত্তিক লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০..৮০ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতের ৭.৫০ শতাংশ, বিবিধ খাতের ৭.৩০ শতাংশ, ব্যাংক খাতের ৬.৬০ শতাংশ, সাধারণ বিমা ফান্ড খাতের ৬.৪০ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতের ৫.৩০ শতাংশ, সিমেন্ট খাতের ৩.৩০ শতাংশ, সেবা খাতের ৩.২০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতের ২.৮০ শতাংশ, জীবন বিমা খাতের ২.৭ শতাংশ, টেলিকম খাতের ৩.৪০ শতাংশ, সিরামিক খাতের ২.১০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১.৭০ শতাংশ, পেপার খাতের ১.১০ শতাংশ, ট্যানারি খাতের ০.৮০ শতাংশ, ভ্রমণ খাতের ০.৭০ শতাংশ ও পাট খাতের ০.৩০ শতাংশ অবদান রয়েছে।
বিএনএ নিউজ/এসবি, ওজি