29 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - জুলাই ১৫, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লা-৭ আসনে নৌকার প্রার্থী প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা-৭ আসনে নৌকার প্রার্থী প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা-৭ আসনে নৌকার টিকেট পেলেন প্রাণ গোপাল দত্ত

বিএনএ ঢাকা: কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ।

শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনীত করা হয়।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রখ্যাত এই  চিকিৎসক গত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সে সময় নিয়মিত প্রচার ও প্রচারণাও চালান তিনি।

গত ৪ সেপ্টেম্বর তার পক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

সরকার দলীয় সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শুন্য হয়।এরপর গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে। ৭ অক্টোবর এই আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)  ভোট গ্রহণ করা হবে।

আলী আশরাফ কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও ছিলেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ