31 C
আবহাওয়া
১২:৪২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনাঃ চট্টগ্রামে আরও ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৭২

করোনাঃ চট্টগ্রামে আরও ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৭২

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। যাদের ৮ জন নগরের বাকি ৪ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৭৭২ জন। তারমধ্যে ৪৪৪ জন নগরের ও ৩২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯২ হাজার ৬৭৯ জনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬৮ হাজার ৩৩৮ জন নগরের বাসিন্দা ও ২৪ হাজার ৩৪১ জন বিভিন্ন উপজেলার।

মঙ্গলবার (১০ আগষ্ট) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। কক্সবাজারসহ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৯টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে সর্বমোট ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা হয়।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের ৫৭ ও উপজেলার ৮১ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে (বিআইটিআইডি) ৭৭৮ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ১৩১ ও উপজেলার ৬১ জন জীবাণুবাহক পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪১৬ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের ৮০ ও উপজেলার ৬৪ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ১৭ ও উপজেলার ৬৮ জনজীবাণুবাহক পাওয়া গেছে।

নমুনা সংগ্রহের পরপরই ফলাফল প্রদানকারী এন্টিজেন টেস্টে ৫০৬ জনের মধ্যে ৮০ জন জীবাণুবাহক বলে জানানো হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরের ৪৮ জন ও উপজেলার ৩২ জন। চট্টগ্রাম নগরীতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহকারী কয়েকটি কেন্দ্রে এন্টিজেন টেস্ট করা হয়ে থাকে।

এদিকে বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১২০ নমুনা পরীক্ষা নগরের ৩৮ জন ও উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়। শেভরন ল্যাবে ২৬৮ টি নমুনায় চট্টগ্রাম নগরের ৩৬ ও উপজেলার ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আরটিআরএল ল্যাবে ৯ নমুনা পরীক্ষা নগরের ৩ ও উপজেলার ১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪০ জনের নমুনা পরীক্ষায় নগরে ৩৪ জন ও উপজেলার ১১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে কেবল ১৯ টি এর মধ্যে উপজেলার ৪ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ