বিএনএ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় একমাত্র আসামি সাদিকুর সাকি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১১ জুলাই) দুপুরে ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। এর আগে সাদিকুরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। স্বর্ণ ও টাকা নেয়ার জন্য ভিকটিমের ঘরে ঢোকে সাদিক। মা-ছেলে দেখে ফেললে তাদেরকে কুপিয়ে হত্যা করে। পিবিআই জানায়, সাদিক আইপিএল জুয়া খেলে অনেক টাকা ঋণী হয়ে যায়। সেই টাকা জোগাড় করতে মরিয়া ছিল সে।

গত ৩ জুলাই রবিবার ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামের রাজিয়া সুলতানা (৪০) ও তার ছেলে ২য় শ্রেণির ছাত্র তালহা। রাজিয়ার স্বামী আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। আউয়ালের বাড়িতেই থাকতেন দুজন।
বিএনএ/ এ আর
Total Viewed and Shared : 17