28 C
আবহাওয়া
৫:১৪ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে মা-ছেলে হত্যা: খুনি সাদিক গ্রেফতার

নারায়ণগঞ্জে মা-ছেলে হত্যা: খুনি সাদিক গ্রেফতার

নারায়ণগঞ্জে মা-ছেলে হত্যা: খুনি সাদিক গ্রেফতার

বিএনএ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় একমাত্র আসামি সাদিকুর সাকি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১১ জুলাই) দুপুরে ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। এর আগে সাদিকুরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। স্বর্ণ ও টাকা নেয়ার জন্য ভিকটিমের ঘরে ঢোকে সাদিক। মা-ছেলে দেখে ফেললে তাদেরকে কুপিয়ে হত্যা করে। পিবিআই জানায়, সাদিক আইপিএল জুয়া খেলে অনেক টাকা ঋণী হয়ে যায়। সেই টাকা জোগাড় করতে মরিয়া ছিল সে।

ঘাতক সাদিক গ্রেফতার
ঘাতক সাদিক গ্রেফতার

গত ৩ জুলাই রবিবার ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামের রাজিয়া সুলতানা (৪০) ও তার ছেলে ২য় শ্রেণির ছাত্র তালহা। রাজিয়ার স্বামী আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। আউয়ালের বাড়িতেই থাকতেন দুজন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই