বিএনএ, সাভার প্রতিনিধি: সাভারের বিরুলিয়ায় ৬১০ পুরিয়া হিরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ব।
এরআগে, বৃহস্প্রতিবার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বিরুলিয়ার ছোট কালিয়াকৈর গ্রামের আব্দুল মালেকের ছেলে রাসেল (২৫)ও একই এলাকার লাট মিয়ার ছেলে হীরা (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিরুরিয়ার ছোট কালিয়াকৈর এলাকায় জলিল বেকারির সামনে গিয়ে অভিযান পরিচালনা করে হীরা ও রাসেলকে ৬১০ পুরিয়া হিরোইনসহ আটক করা হয়। এসময় আরেক মাদক বিক্রেতা রিপন পালিয়ে যায়।
এ বিষয়য়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ব বলেন, আসামীদের নামে মাদক নিয়ন্ত্রণ আইন ২০০৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
বিএনএ, ইমরান খান, এসজিএন
Total Viewed and Shared : 130