বিএনএ, ঢাকা:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত যাত্রীর ব্যাগ থেকে ৩ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেল ৩টা ৪৭ মিনিটে এ সোনা উদ্ধার করা হয়।
কাস্টম হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিন মাতবর এক যাত্রী এয়ারপোর্ট অতিক্রম করার সময় তার সাথে থাকা ব্যাগে কোনো সোনা কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ রবিনের ব্যাগ স্ক্যানিং করলে সোনার অস্তিত্ব পায়। পরে কাউন্টারে ওই ব্যাগ এনে ব্যাগের লক খুলে প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। আটককৃত সোনার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।
রবিন মাতবরের বাড়ি মুন্সিগন্জ জেলায়। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 111