27 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » করোনা থেকে মুক্তি পেতে গোবর থেরাপি : সতর্ক চিকিৎসকদের

করোনা থেকে মুক্তি পেতে গোবর থেরাপি : সতর্ক চিকিৎসকদের


বিএনএ, বিশ্ব ডেস্ক : মহামারি করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে গোবরের মল মূত্র শরীরে মেখে থেরাপি দেয়া শুরু করেছেন ভারতের জনগোষ্ঠি।

তবে এর কার্যকারিতা নিয়ে সতর্ক করেছেন দেশটির চিকিৎসকেরা। রয়টার্স

চিকিৎসকরা বলছেন, করোনা প্রতিরোধে গোবরের কার্যকারিতা নিয়ে কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। এমনকি এতে অন্যান্য রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে।

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ভারতের করোনা পরিস্থিতি। অনেক ভারতীয় মনে করেন, শরীরে গোবর মাখলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

ইতিমধ্যে অনেকেই করোনার হাত থেকে বাঁচতে শরীরে গোবর মাখা শুরু করে দিয়েছে। গুজরাটের কিছু লোকের বিশ্বাস, গরুর গো-মূত্র ও গোবর দিয়ে এক সপ্তাহ শরীর ঢেকে রাখলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এতে করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর পাশাপাশি আরোগ্যও লাভ হয়।

এ প্রসঙ্গে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ডা. জেএ জয়ালাল বলেন, করোনার বিরুদ্ধে গোবর এবং গোমূত্রে কার্যকারিতার কোনো শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা পুরোপুরি বিশ্বাসনির্ভর। তাছাড়া শরীরে গোবর মাখার স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। এর মাধ্যমে পশু থেকে মানবদেহে রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে।

বিএনএনিউজ/জেবি

Total Viewed and Shared : 110 


শিরোনাম বিএনএ