বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শতাধিক যাত্রী বহনকারী একটি ট্রেনে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে এ হামলায় ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন।
সিএনএনের খবরে বলা হয়, দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি জানিয়েছে— তারা কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে। ট্রেনটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। জিম্মিদের মুক্ত করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে পরিণতি ‘মারাত্মক’ হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে তারা।
মঙ্গলবার ওই হামলার সময় চারশর মতো যাত্রীকে বহন করা জাফর এক্সপ্রেসে ৯টি বগি ছিল, ট্রেনটি বালুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়র পেশোয়ারের দিকে যাচ্ছিল বলে রেলওয়ে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকার ঘটনাস্থলে পৌঁছেছে, বলেছেন এক রেলওয়ে কর্মকর্তা।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে মোতায়েন করেছেন তারা।
“সশস্ত্র ব্যক্তিরা ট্রেনটি ৮ নং টানেলের কাছে থামিয়েছিল। ট্রেনের কর্মী ও যাত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে,” পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে বলেছেন রেলওয়ের কন্ট্রোলার মুহাম্মাদ কাশিফ।
বালুচিস্তানে দশকপুরনো যে বিদ্রোহ চলছে, তাতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে খনিজসম্পদে ভরপুর ওই অঞ্চলে নিয়মিতই সরকার, সেনাবাহিনী ও চীনা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর হামলা চালাতে দেখা গেছে।
ইসলামাবাদের সরকার বালুচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদে অন্যায্য শোষণ চালাচ্ছে দাবি করা বিএলএ-র আকাঙ্ক্ষা স্বাধীন বালুচিস্তান। দশকের পর দশক ধরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওই অঞ্চলে যারা লড়াই করছে তাদের মধ্যে বিএলএ-ই সবচেয়ে বড়।
বিএনএনিউজ/এইচ.এম।