33 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং


বিএনএ বিশ্বডেস্ক: লি কিয়াংকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত করলো চীনের পার্লামেন্ট।৬৩ বছর বয়সী লি ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯শর বেশি প্রতিনিধির প্রায় সব ভোট পেয়েছেন।লি কিয়াং চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের সাবেক কমিউনিস্ট পার্টির নেতা।

প্রেসিডেন্ট শির ঘনিষ্ঠ মিত্র লি কিয়াং।লি কিয়াং মোট ২ হাজার ৯শ ৩৬ ভোট পেয়েছেন। মাত্র তিনজন প্রতিনিধি তার নিয়োগের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং আটজন ভোটদানে বিরত ছিলেন। এরপর তিনি শপথগ্রহণ করেন। চীনের সংবিধানের প্রতি অনুগত থাকার, একই সঙ্গে একটি সমৃদ্ধ, শক্তিশালী, গণতান্ত্রিক, সভ্য, সৌহার্দ্যপূর্ণ এবং আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার জন্য কঠোর পরিশ্রম করার অঙ্গীকার ব্যক্ত করেন।

২০০০ সালের দিকে প্রেসিডেন্ট শির চিফ অব স্টাফ ছিলেন লি কিয়াং। সে সময় শি ঝেজিয়াং প্রদেশের পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে সাংহাইয়ে পার্টির সেক্রেটারি নিযুক্ত হন লি।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ