33 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » গাজীপুরে মশারি মিছিল

গাজীপুরে মশারি মিছিল

গাজীপুরে মশারী মিছিল

বিএনএ, গাজীপুর প্রতিনিধি:  দিন-রাত মশার যন্ত্রনায় অতিষ্ট হয়ে মশারি নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে গাজীপুর সদরের বাসিন্দারা । এর ফলে টনক নড়েছে প্রশাসনের । বুধবার ( ১০ মার্চ)যুব অধিকার পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে গাজীপুর সদরের শিববাড়ী মোড় থেকে মহানগরের নগর ভবনের অভিমুখে মশক নিধনের দাবিতে এ মিছিল বের হয়। এ মিছিলে শত শত নগর বাসীরা অংশ গ্রহণ করেন এবং মশা নিধনে প্রাসনের ব্য’থতা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

এ ব্যাপারে বৃহস্পতিবার(১১ মার্চ ))দুপুরে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের দায়িত্বশীলরা বিএনএ নিউজকে জানান, মশক নিধনের ব্যাপারে তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন।

প্রশাসনের তৎপরতা ও আন্দোলন এর পরবর্তী প্দক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে যুব অধিকার পরিষদের জেলা সমন্বয়ক সাইফুল ইসলাম জানান, মশার যন্ত্রণায় নগরবাসীরা অতিষ্ঠ। প্রশাসন মশা নিধনে কোন জরুরী ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিএনএনিউজ২৪/ এম. এস. রুকন ,ওজি

Total Viewed and Shared : 16 


শিরোনাম বিএনএ