বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় গাছ ভেঙে পড়ে আয়েশা বেগম (৪৮) নামে এক ভাসমান পান বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার (১০ মার্চ) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
এসময় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। মারা যাওয়া আয়েশা বেগম নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন নাটেশ্বর গ্রামের বাসিন্দা। নগরের লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় বসবাস করতেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, রাতে শুকনো গাছ ভেঙে পড়ে ভাসমান পান বিক্রেতা আয়েশা গুরুতর আহত হন। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে রাত ১১টার দিকে মারা যান।
বিএনএনিউজ/আমিন
Total Viewed and Shared : 111