25 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিপিএল: দিনের দুটি খেলার ফলাফল

বিপিএল: দিনের দুটি খেলার ফলাফল

বিপিএল

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) সোমবার(১০ ফেব্রুয়ারি ২০২৪) দুটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষস্থান শক্ত করল সোহান-সাকিবদের রংপুর। দ্বিতীয় ম্যাচে টানা আট হারে বিদায় ঢাকার, টিকে থাকল বরিশাল।

রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালঞ্জোর্স

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালঞ্জোর্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এই জয়ে টেবিলের শীর্ষস্থানে দলটির অবস্থান আরও শক্ত হলো।

ফরচুন বরিশাল-ঢাকা

দিনের অপর খেলায় দুর্দান্ত ঢাকাকে ৪০ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে অ্যালেক্স রসের অর্ধশতকের পরও ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় ঢাকা।

 

চট্টগ্রামের অপেক্ষায়

সিলেট ও ঢাকায় তিন পর্ব শেষে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এখন চট্টগ্রামের অপেক্ষায়।

মঙ্গলবার থেকে বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে চার-ছক্কার লড়াই। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মাঠে দিনে দুটি করে মোট ১২ টি ম্যাচ হবে।

বিএনএ,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ