35 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সরিষাবাড়ীতে কঙ্কাল চোর চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ীতে কঙ্কাল চোর চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন

মানববন্ধন

বিএনএ,জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে কবর থেকে কঙ্কাল চুরির সাথে জড়িত চক্রের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ মাঠে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা জানান, পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থান থেকে গত ২১ জানুয়ারি (শুক্রবার) গভীর রাতে ওই গ্রামের জহুরুল ইসলামের শিশুকন্যা জহুরা খাতুন (৫) ও আব্দুল বারেকের ছেলে শামীম মিয়ার (১০) কঙ্কাল চুরি হয়। ঘটনার তিনদিন পর ২৪ জানুয়ারি এলাকাবাসী কঙ্কাল চোর চক্রের সদস্য একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শেখ ফরিদ বাবুকে (২৪) আটক করে পুলিশে দেয়।  পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এমনকি কঙ্কাল চুরির প্রত্যক্ষদর্শী সাগর আলীর ছেলে মোহাম্মদ আলীকেও (১৪) ৫৪ ধারায় পুলিশ চালান দেয়।

এ ঘটনায় জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলেও কঙ্কাল দুটি উদ্ধার ও ঘটনার কোনো ক্লু বের করতে পারেনি পুলিশ। উল্টো আসামীর পরিবার মামলার বাদী ও মসজিদ কমিটির লোকদের নানা হুমকি দিচ্ছে।

বক্তারা কঙ্কাল চুরির কারণ সনাক্তের জন্য আটক চোরদের জিজ্ঞাসাবাদ ও এই চক্রের সব সদস্যদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সহসভাপতি প্রভাষক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক লিটন তালুকদার, সহসাধারণ সম্পাদক রিপন মেলেটারি, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, মসজিদের খতিব আব্দুর রহমান প্রমুখ। এতে মসজিদ ও সামাজিক কবরস্থান সংশ্লিষ্ট এলাকায় কয়েক’ মানুষ অংশগ্রহণ করে।

বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ