30 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আপডেট: বিশ্বে মৃত্যু আরও ১০ হাজার ছাড়াল

করোনা আপডেট: বিশ্বে মৃত্যু আরও ১০ হাজার ছাড়াল

করোনায় আক্রান্ত আরও ১৫৩

বিএনএ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বে মৃত্যু আরও ১০ হাজার ছাড়াল। মারা গেছে ১০ হাজার ৮৬২ জন। নতুন করে সংক্রমিত হয়েছে  নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৬১ লাখ ৪০ হাজার ৪৫৭ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৭ হাজার ৫৩৪ জনে। এসময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩২ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ২০ জন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে আক্রান্তের তালিকায় নবম স্থানে থাকা জার্মানি। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ১২৮ জন এবং মারা গেছেন ২২৪ জন।

করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র দৈনিক সংক্রমণের হিসাবে রাশিয়ার পরে অবস্থান করছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ১ লাখ ৭৯ হাজার ২৩৭ জন, মারা গেছেন ২ হাজার ৪৬৫ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯২২ জন, সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩৫৯ জন।

তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৪৮ জন। মারা গেছেন ৫ লাখ ৭ হাজার ২০৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৯৮৮ জন, মারা গেছেন ৬৫৯ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০ নম্বরে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ