33 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চলতি বছরে শুরু হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেইনের কাজ

চলতি বছরে শুরু হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেইনের কাজ

চলতি বছরে শুরু হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেইনের কাজ

বিএনএ,চট্টগ্রাম: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, চলতি বছরে শুরু হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেইনের কাজ। মার্চ মাসের মধ্যে বাস্তবায়ন যোগ্য কিনা সেটা যাচাইয়ের কাজ শেষ হবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আইয়ুব বাবুলের সমর্থনে পথসভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চার লাইনের কাজ মার্চ মাসের মধ্যে বাস্তবায়ন যোগ্য কিনা সেটা যাচাইয়ের কাজ শেষ হবে। এরপর পরিকল্পনা কমিশনে যাবে। আমরা আশা করতে পারি চলতি বছরে শুরু হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেইনের কাজ।

তিনি বলেন, আমি পটিয়ার উন্নয়নের কথা বলতে চাই না। পটিয়ার প্রথম পৌরসভা যেখানে গ্যাসের লাইন রয়েছে। পটিয়াতে দৃষ্টিনন্দন বাইপাস সড়ক হয়েছে। বাংলাদেশের অন্য কোন জেলাতে এই ধরনের সড়ক দেখা যায় না। পটিয়াতে নৌকার মেয়র আসার কারণে পটিয়ার চেহারা পরিবর্তন হয়েছে।

বিপ্লব বড়ুয়া বলেন, করোনাকালে আওয়ামী লীগ সরকার ১ লাখ ২১ কোটি টাকার ২১টি প্রণোদনা দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যেমন উন্নয়ন-অগ্রগতি হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়নও হয়েছে। করোনাকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছেন। সব মিলিয়ে করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল।

তিনি বলেন, করোনায় দেশে সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রতি লাখে ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। প্রতি দশ লাখে ৪৪ জনের মৃত্যু হয়েছে। সেখানে ইতালিতে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক আহমেদ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, পটিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ উপ কমিটি সদস্য নাজমুল করিম চৌধুরী শারুন, পটিয়া পৌরসভার সাবেক মেয়র আধ্যাক হারুনুর রশিদ প্রমুখ।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ