21 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ৯৯৯ এ ফোন : বাঁচলো যুবকের প্রাণ 

৯৯৯ এ ফোন : বাঁচলো যুবকের প্রাণ 

৯৯৯

বিএনএ, ঢাকা : জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে একজন যুবককে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

৯৯৯ থেকে জানানো হয়েছে, রোববার (১০ জানুয়ারি) রাত পৌণে তিনটায় একজন ফোন করে জানান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। আত্মহত্যা করার জন্য তিনি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছেন। কলার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র এবং একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।

সম্প্রতি তার চাকরি চলে যাওয়ায় তিনি অর্থ সংকটে পড়ে যান। এর আগে শেয়ার মার্কেটে তিনি লোকসানের মুখে পড়েন। কয়েকমাস আগে তিনি বিয়ে করেছেন এবং তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। তার পরিবারে নানা রকম সমস্যার কথা জানিয়ে কলার জানান, তিনি আর মানসিক চাপ নিতে না পেরে ঘুমের ওষুধ খেয়েছেন। এখন তিনি ভুল বুঝতে পেরেছেন, তিনি এখন বাঁচতে চান। ধীরে ধীরে তার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে।

৯৯৯ কলারের কাছ থেকে তার অবস্থান জানতে পারে ঢাকার সবুজবাগের মধ্য বাসাবোর একটি বাসা। সেই সঙ্গে ৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে সবুজবাগ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে থানার একটি দল দ্রুত কলারের বাড়িতে যায়।

পরে সোমবার ভোর সাড়ে চারটায় সবুজবাগ থানার এএসআই মনির ৯৯৯ কে ফোনে জানান, তিনি কলারকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশের টহল গাড়ীতে করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে দ্রুত তার পাকস্থলী পরিষ্কার করে চিকিৎসা করা হয়। ডাক্তাররা জানিয়েছেন, কলার এখন আশঙ্কামুক্ত। পরে কলারকে ভোরে পুলিশের টহল গাড়িতে করে তার বাসায় পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।

বিএনএনিউজ/এসকেকে, জেবি

Loading


শিরোনাম বিএনএ