14 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

রাজধানীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

গাজীপুরে যুবককে গলা কেটে হত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর পল্লবী সিরামিক এলাকায় দাম্পত্যকলহের জেরে সেলিনা বেগম (৪০) নামে এক গৃহবধূকে তার স্বামী গলাকেটে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্বামী রিকশাচালক রবিউলকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১১জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পল্লবীর উত্তর কালশি সিরামিক রোডের বাসায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূ স্বামী ও দুই সন্তানকে নিয়ে ওই এলাকায় থাকতেন। মরদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিস্তারিত জানান চেষ্টা করা হচ্ছে।
নিহতের বড় ছেলে রেজাউলের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনা সময় রেজা বাসার বাইরে বাইসাইকেল মুছছিলেন। একপর্যায়ে তার বাবা বাসা থেকে বের হলে তিনি ভেতরে যান। এসময় তিনি তার মাকে ডেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর তিনি বুঝতে পারেন এ ঘটনা তার বাবাই ঘটিয়েছেন এবং তাকে দৌড়ে গিয়ে আটক করেন।পরে পুলিশের কাছে সোপর্দ্দ করেন।
বিএনএনিউজ/আজিজুল,জেবি

Loading


শিরোনাম বিএনএ