বিএনএ বিশ্বডেস্ক : করোনার প্রথম মৃত্যুর একবছর আজ । গত বছরের এই দিনে করোনায় প্রথম এক ব্যক্তির মৃত্যুর কথা ঘোষণা করেছিল চীন। ৬১ বছরের ওই ব্যক্তি চীনের উহানের বাজারে নিয়মিত যাতায়াত করতেন। এর পরেই দ্রুত গতিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে থাকে।
এরই মধ্যে করোনা মহামারিতে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ১৯ লাখ মানুষের। আক্রান্ত হয়েছেন ৯ কোটির বেশি মানুষ। প্রথম মৃত্যুর এক বছরের মধ্যে বাজারে এসেছে বেশ কয়েকটি টিকা।
করোনার উৎস খুঁজতে উহানে বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য চীনের কাছে আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কিন্তু তাদের তদন্তকারী দলকে এখনো প্রবেশের অনুমতি দেয়নি চীন। এ নিয়ে বিতর্কের পর চীন জানিয়েছে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলকে চীনে স্বাগত জানাতে প্রস্তুত।
চীনের ন্যাশনাল হেল্থ কমিশন এর উপমন্ত্রী জেং ইক্সিন বলেছেন, ‘কবে হু-কে চিনে প্রবেশে অনুমতি দেওয়া হবে, তার নির্দিষ্ট দিনক্ষণ স্থির করা হচ্ছে। আমরা তৈরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল তাদের সময়সূচি জানালে আমরাও তাদের সঙ্গে তদন্ত করতে উহানে যাব।
বিএনএ/ওজি