26 C
আবহাওয়া
১২:৪৩ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » রামুতে বালু ও ড্রেজার মেশিন জব্দ 

রামুতে বালু ও ড্রেজার মেশিন জব্দ 

রামুতে বালু ও ড্রেজার মেশিন জব্দ

বিএনএ,কক্সবাজার:কক্সবাজার রামুতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন ও ৬০ ট্রাক পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত বালু ও ড্রেজার মেশিন ৬০ হাজার টাকা নিলামে বিক্রি করে দেয়া হয়।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে পানেরছড়া রেঞ্জের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের আজিজঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রশাসন সুত্রে জানা গেছে, জব্দকৃত বালু ও মেশিন মিঠাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইউনুস ভুট্টোর আপন ভাইয়ের৷ সাবেক চেয়ারম্যান ইউনুস ভুট্টোর ক্ষমতার প্রভাবে প্রতিনিয়তই ওই স্থান থেকে বালু উত্তোলন করে আসছে চক্রটি। বিষয়টি নিশ্চিত করেছেন রামুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে রেঞ্জ অফিসার রতন লাল মহত সহ অভিযান পরিচালনা করে একটি ড্রেজার মেশিন ও ৬০ ট্রাক পরিমাণ বালু জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে ইউনুস ভুট্টোর ভাইকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

রেঞ্জ অফিসার রতন লাল মহত বলেন,বালু উত্তোলন, পাহাড় ও বৃক্ষনিধন রোধে অভিযান চলমান রয়েছে ।

এই অভিযানে সহযোগিতা করেন ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ, পানেরছড়া রেঞ্জের বিট কর্মকর্তা মোঃ জলিলুর রহমান, চেইন্দা বিট অফিসার ফসিউল আলম শুভ ও মোঃ সাজ্জাদ হোসেন সহ বন ও উপজেলা প্রশাসনের আরও অনেকে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন ,রেহানা

Loading


শিরোনাম বিএনএ