32 C
আবহাওয়া
৩:০৭ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » পরকীয়া জীবনের স্বাভাবিক ধর্ম: অপরাজিতা

পরকীয়া জীবনের স্বাভাবিক ধর্ম: অপরাজিতা

অপরাজিতা

বিনোদন ডেস্ক: ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য মনে করেন, ‘পরকীয়া সুস্থতার লক্ষণ’। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

অপরাজিতা বললেন, ‘কেন পরকীয়া আটকাতে হবে। এটা তো সুস্থতার লক্ষণ। রামায়ণ-মহাভারতের সময় থেকে ছিল পরকীয়া। এটা জীবনের স্বাভাবিক ধর্ম। কারও কাউকে ভালো লাগতেই পারে। আমি কারও সঙ্গে ঘর করি বলে জীবনে কাউকে ভালোবাসব না, কোনো ভালো জিনিস দেখব না, এমনটা তো হতে পারে না।

যার যত অপশন বেশি, তার জীবনে তত মানুষ আসতেই পারে। এবার কেউ সেটা কীভাবে ব্যালেন্স করবে সেটা সেই মানুষটার ব্যাপার। কিন্তু এটা কোনো অপরাধ নয়।’

অপরাজিতা মনে করেন, বিয়ের পর কিংবা সম্পর্কে থাকাকালীন সময়েও অন্য কারো প্রতি ভালো লাগা তৈরি হতে পারে। অভিনেত্রীর ভাষায়, ‘আমি আমার সংসারকে বেশি গুরুত্ব দেব না, অন্য কাউকে সেটা ঠিক করতাম। পাখিকেও তো খাচায় বন্দি রাখা ঠিক নয়। শুধু কাউকে না ঠকালেই হবে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ