28 C
আবহাওয়া
৪:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » পর্তুগালের বিদায়ে সেমিতে প্রথম আফ্রিকান দেশ মরক্কো

পর্তুগালের বিদায়ে সেমিতে প্রথম আফ্রিকান দেশ মরক্কো

সেমিতে মরক্কো

বিএনএ: কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে এক গোলে হারিয়ে প্রথম আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখলো মরক্কো। শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আল থুমামা স্টেডিয়ামে মাঠে নামে দু’দল।

খেলার ৪২তম মিনিটে দুর্দান্ত এক হেডে দলকে এগিয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি। নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠে মরক্কো। বক্সে বল ভাসিয়ে দেন এল-ইদ্রিসি। আগুয়ান গোলরক্ষক কোস্তা বলের নাগাল পাওয়ার আগে হেডে গোল করেন এন-নেসিরি।

অনেক চেষ্টা করেও মরক্কোর রক্ষণ ভাঙতে পারেনি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে বাধ্য হয়ে রোনাল্ডোকে পরিবর্ত হিসাবে মাঠে নামান পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস। তাতেও কিছু হয়নি। এ বারের বিশ্বকাপ থেকে বিদায় নিলেন রোনাল্ডো।

পর্তুগালের বিদায়
অশ্রুসিক্ত নয়নে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়।

পুরো ম্যাচে স্পষ্ট প্রাধান্য বিস্তার করে খেলেছে পর্তুগাল। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল পর্তুগাল। কিন্তু গোলের জন্য আক্রমণে এগিয়ে ছিল মরক্কো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ