21 C
আবহাওয়া
১:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে বোমা হামলায় ২৭ জন নিহত

পাকিস্তানে বোমা হামলায় ২৭ জন নিহত

পাকিস্তান বোমা হামলায় ২৭ জন নিহত

বিশ্ব ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় ১৪ সেনাসহ ২৭ জন নিহত হয়েছে।

শনিবার(৯ নভেম্বর, ২০২৪) এএফপি জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি রেলস্টেশনে পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা এ বোমা হামলা চালায়।

পাকিস্তানের কোয়েটা থেকে স্থানীয় পুলিশের সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ বালোচ জানান, সেখানে বিচ্ছিন্নতাবাদীদের দাবি করা বোমা হামলায় নিহত ২৫ জনের মধ্যে ১৪ সেনা সদস্য রয়েছে। এরআগে স্থানীয় সরকার এ হামলায় ২২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।

বিস্ফোরণটি কোয়েটা রেলস্টেশনের বুকিং অফিসে ঘটে, যেখানে সবসময়ই ভিড় থাকে। বিস্ফোরণের পর পুলিশ এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী একটি ব্যাগে ৮ থেকে ১০ কেজির বিস্ফোরক নিয়ে স্টেশনে প্রবেশ করে। হামলার সময় জাফর এক্সপ্রেস নামক ট্রেনটি পেশোয়ারের উদ্দেশ্যে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।

দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। গিলানি এই ঘটনাকে ‘মানবতার শত্রুদের’ কাজ বলে আখ্যায়িত করেছেন এবং সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূলের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ