21 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক প্রতিমন্ত্রী পলক সিসিইউতে

সাবেক প্রতিমন্ত্রী পলক সিসিইউতে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

বিএনএ, ঢাকা: আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক  সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ডিবি পুলিশ ।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পলক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। তিনি বলেন, পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তিনি যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। রিমান্ডে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রাখেন । এরআগে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট ঢাকার খিলক্ষেত থানার এলাকায় নিকুঞ্জ আবাসিক থেকে পলককে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ