বিএনএ, চট্টগ্রাম: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম শাহেদ।
তিনি বলেন,বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমরা ৮০০ মিটার জাল জব্দ করি। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। হালদায় মা মাছ, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
বিএনএ/ এমএফ