30 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বিএনএ, কুমিল্লা: কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ অক্টোবর) মারা যান তিনি।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

মৃত আসামির নাম মোতালেব হোসেন (৫০)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকার আলী আহমেদের ছেলে।

কুমিল্লা কারাগার সূত্রে জানা গেছে, হার্টের অসুখের কারণে সোমবার দুপুর ১২টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ৮৫০২/এ নম্বর বন্দি মোতালেবকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বিশেষজ্ঞ চিকিৎসক কার্ডিওলজি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেন।

চিকিৎসাধীন অবস্থায় সেদিন বিকেলে তিনি মারা যান। মোতালেব ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ১৪ জুলাই থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

আরও পড়ুন: শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে পারে না : প্রধানমন্ত্রী

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, অসুস্থ হয়ে পড়ায় আমরা তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠিয়েছি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সুরতহাল ও ময়নাতদন্তের কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ