28 C
আবহাওয়া
৬:১৩ পূর্বাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » ধর্মের টানে অভিনয় ছাড়লেন তারকা

ধর্মের টানে অভিনয় ছাড়লেন তারকা

তারকা

বিনোদন ডেস্ক: ধর্মের পথে চলার জন‍্য বিনোদন জগতকে বিদায় জানিয়েছেন, এমন অভিনেত্রীর উদাহরণ কম অসংখ্য। ইসলাম ধর্মের টানে লাইট ক‍্যামেরা অ্যাকশনের পেশা ছেড়ে অনেকেই বেছে নিয়েছেন বোরখা। সেই তালিকায় এবার যুক্ত হলো ভোজপুরি অভিনেত্রী সাহার আফসার।

ভোজপুরি এই নায়িকা বেশ জনপ্রিয় ছিলেন বলিউডেও। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্ট তিনি লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি। আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি। বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না।’

তিনি আরও লিখেছেন, ‘কারণ, আমি ছোটবেলায়ও এই ধরনের জীবনযাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এর সবকিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিনোদন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ঠিকই, তবুও চাইব আমার সিদ্ধান্তকে সবাই সম্মান করুক। আমার জন্য প্রার্থনা করবেন যাতে আল্লাহ আমার সহায় থাকেন। আমি যাতে আমার স্রষ্টার আইন মেনে চলতে পারি সেই কামনা করবেন।’

প্রসঙ্গত, এর আগেও বলিউডের অনেকেই অভিনয় ছেড়ে ইসলাম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো পালনে নিজেকে নিয়োজিত করেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ