30 C
আবহাওয়া
৬:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » বেলজয়িামকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল ইতালি

বেলজয়িামকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল ইতালি

বেলজয়িামকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল ইতালি

বিএনএ,স্পোর্টসডেস্ক : উয়েফা নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে ইতালি । রোববার(১০ অক্টোবর) জুভেন্টাসের মাঠ আলিঞ্ঝান স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয়ার্ধে ইতালির হয়ে নিকোলা বেরেল্লা ও ডমেনিকো বেরারদ্রির গোলের পর ম্যাচের শেষের দিকে বেলজিয়ামের হয়ে চার্লস দি কেটেলারি গোল করে ব্যবধান কমান।

প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে ।

দ্বিতীয়ার্ধের শুরুর মিনিটে নিকোলার গোলে  এগিয়ে যায় ইতালি।অসাধারণ ভলিতে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তুয়াকে পরাস্ত করেন এই মিডফিল্ডার। ৬৫ তম মিনিটে ডমেনিকো বেরারদ্রি গোল করে লিড দ্বিগুন করে ইউরো চ্যাম্পিয়নদের।স্পট কিক থেকে সহজে গোলটি করেন এই স্ট্রাইকার। ম্যাচের ৮৬ তম মিনিটে  চার্লস দি কেটেলারি গোল করে ২-১ এ ব্যবধান কমান।

শেষে যোগ করা সময়্ওে কোন দল গোল করতে না পারলে তৃতীয় স্থান নিশ্চিত হয় মানচিনির শির্ষদের।

আজ রাত বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে উয়েফা নেশনস লিগের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

বিএনএ/এমএম

Total Viewed and Shared : 136 


শিরোনাম বিএনএ