39 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আজকের পুঁজিবাজার : ডিএসই ও সিএসইতে সূচকের নতুন রেকর্ড

আজকের পুঁজিবাজার : ডিএসই ও সিএসইতে সূচকের নতুন রেকর্ড

আজকের পুঁজিবাজার : ডিএসই ও সিএসইতে সূচকের নতুন রেকর্ড

বিএনএ,ঢাকা : দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র ডিএসইএক্স সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

তবে এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। ডিএসইতে এদিন ১ হাজার ৯৬২ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৭২ কোটি টাকা কম।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৬০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৯৩৯.৬২ পয়েন্টে। এদিন সিএসইতে ৩১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। দিন শেষে সিএসইতে ৮১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৪ কোটি টাকা কম।

বিএনএনিউজ২৪.কম/শহীদুল, আমিন

Loading


শিরোনাম বিএনএ