35 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - জুন ২, ২০২৩
Bnanews24.com
Home » টি টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে রুবেল

টি টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে রুবেল

টি টোয়েন্টির মূল স্কোয়াডে রুবেল

বিএনএ ক্রীড়া ডেস্ক: শেষ মুহূর্তে বাংলাদেশের টে টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন  অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র ঘোষণা করা মূল স্কোয়াডে রাখা হয়নি তাকে।

শনিবার (৯ অক্টোবর) রাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, জাতীয় নির্বাচক প্যানেল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পেসার রুবেল হোসেনকে অন্তর্ভূক্ত করেছে। স্ট্যান্ডবাই সদস্য হিসেবে রুবেল দলের সঙ্গে ভ্রমণ করছে, এখন সে বিশ্বকাপ স্কোয়াডে অতিরিক্ত সদস্য হিসেবে থাকবে।

আইসিসির নিয়মনুযায়ী ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন করার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে রুবেলকে দলে অন্তর্ভূক্ত করলো বিসিবি। এখন ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে  অতিরিক্ত সদস্য হিসেবে থাকছেন রুবেল।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, রুবেল হোসেন ও শামীম হোসেন পাটোয়ারি। ফিরে আসছেন স্ট্যান্ডবাই থাকা আমিনুল ইসলাম বিপ্লব।

উল্লেখ্য, আগামি ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিএনএনিউজ/আরকেসি

 

Total Viewed and Shared : 113 


শিরোনাম বিএনএ