32 C
আবহাওয়া
৩:৪৮ অপরাহ্ণ - অক্টোবর ১১, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

রাজধানীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর কাফরুল কচুক্ষেত এলাকায় রাস্তায় খেলার সময় অটোরিকশা চাপায় মিরা খাতুন নামে দেড় বছরের এক শিশু মারা গেছে।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে  কচুক্ষেত ইব্রাহিমপুর ঈদগাহ রোড এলাকায় এ দুর্ঘটন ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা নয়ন মিয়া জানান, তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। মিরা বিকেলে বাসার সামনে খেলছিল। তখন একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুতগতিতে যাওয়ার সময় সে নিচে চাপা পড়ে। পরে মেয়েকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বামনাছড়ায়। বর্তমানে কচুক্ষেত ইব্রাহিমপুর ঈদগাহ রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মিরা ছিল তার একমাত্র সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ