বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়ার তুলাতলি এলাকায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কোহিনূর টাওয়ারের নিড এপারেলস নামে এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শহীদুল ইসলাম বলেন, ওই পোশাক কারখানার ছাদের একটি শেডে আগুন লাগে। বিকেল সোয়া পাঁচটার দিকে আগুনের খবর পেয়ে চন্দনপুরা ও লামাবাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাননি ওই কর্মকর্তা।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 156