বিএনএ, বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে তুবা নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তুবা একই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্র জানা যায়, তুবা তার পরিবারের সঙ্গে একই গ্রামে তার নানা মঞ্জু সিকদারের বাড়ি বেড়াতে যায়। সন্ধ্যায় সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধ্যা ৭টার দিকে নানা বাড়ির পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে স্বজনরা।
উজিরপুর থানা পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ এইচ.এম।
Total Viewed and Shared : 174