17 C
আবহাওয়া
৪:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » ইঁদুর মারার বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু

ইঁদুর মারার বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু


বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ইঁদুরের বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- ওই গ্রামের শাহ আলমের ছেলে তাওহীদ (৪) এবং মেয়ে সানজিদা (২)।

ঘাটাইল ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভিক্টোর ব্যানার্জী বলেন, বিকেলে পারিবারিক কাজে শাহ-আলমের স্ত্রী ব্যস্ত ছিলো। এমন সময় দুই ভাইবোন সবার অজান্তে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের প্রথমে স্থানীয় পেঁচারআটা বাজারে নিয়ে যায়। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ