28 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৪, ২০২৪
Bnanews24.com
Home » দুই ছাত্রলীগ নেতাকে পিটুনি, রমনার এডিসি হারুন প্রত্যাহার

দুই ছাত্রলীগ নেতাকে পিটুনি, রমনার এডিসি হারুন প্রত্যাহার


বিএনএ, ঢাকা:  ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে  বেধড়ক পিটুনির ঘটনায় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে  প্রত্যাহার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে  ওই ঘটনা ঘটে।

মারধরের শিকার ভুক্তভোগীরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পিওএমে সংযুক্ত করা হবে। তাকে বদলির বিষয়ে দ্রুত আদেশ জারি হবে। পরবর্তীতে একটি তদন্ত কমিটি হবে। সেখানে কে দোষী, কে নির্দোষ প্রমাণিত হবে।’

নারীঘটিত একটি বিষয়ের জেরে এডিসি হারুন ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। ঘটনার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

নিউ মার্কেট এলাকায় দোকান মালিক, বিক্রেতা ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় সহকর্মীকে চড় মারেন এডিসি হারুন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচিত হন তিনি। এছাড়াও বিভিন্ন আন্দোলন দমনে তাকে লাঠি হাতে আন্দোলনকারীদের পেটাতে দেখা যায়।এছাড়া গত মার্চ মাসে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের পেটান হারুন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ