27 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৪, ২০২৩
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের দুই সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

যুক্তরাষ্ট্রের দুই সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ


বিএনএ, ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যাপ্ত বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে  যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের ।

রোববার(১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নির্বাচন ভবনে এ সংক্রান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সংস্থা দুটি হচ্ছে আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট। দুটি সংস্থাই বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিক চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে আসছে।

সংশ্লিষ্টরা জানান, বৈঠকে তাদের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক টিম অংশ নেবে। এতে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন আইন-কানুন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা 

 

Total Viewed and Shared : 1852 


শিরোনাম বিএনএ