28 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৪, ২০২৩
Bnanews24.com
Home » পুলিশের চরিত্রে পর্দায় আসছেন জয়া

পুলিশের চরিত্রে পর্দায় আসছেন জয়া

জয়া

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারে বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার তিনি হাজির হচ্ছেন পুলিশের চরিত্রে। তবে দেশের কোনো সিনেমায় নয়। ভারতের কলকাতার একটি সিনেমায় তাকে পুলিশের ইউনিফর্মে দেখা যাবে। এর নাম ‘দশম অবতার’।

সিনেমাটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি। এ সিনেমার মাধ্যমে সৃজিতের সঙ্গে পাঁচ বছর পর আবারও কাজ করেছেন জয়া। এরইমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। সেখানে টিজারে কালো পোশাকের ওপর মেরুন ব্লেজার পরা অবস্থায় দেখা যায় এ অভিনেত্রীকে। সোফায় বসে কারও দিকে গভীর দৃষ্টিতে চেয়ে আছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জয়াকে সৃজিত পুলিশরূপেই হাজির করছেন এবার। এ সিনেমার কাজ প্রায়ই শেষের পথে। চলতি বছরের দুর্গাপূজায় এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

এর আগে, ২০১৮ সালে সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন এ অভিনেত্রী। সিনেমার নাম ‘এক যে ছিল রাজা’। ওই সময়ে তাদের প্রেম নিয়েও গুঞ্জন ছিল টলিপাড়ায়। সেসব ঝেড়ে ফেলে ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনে আলাদা পথে এগিয়েছেন দু’জনেই। এদিকে চলতি বছর কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ নামে একটি সিনেমা।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Total Viewed and Shared : 1470 


শিরোনাম বিএনএ