31 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » কুড়িগ্রামে বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু

কুড়িগ্রামে বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু


বিএনএ কুড়িগ্রাম: কু্ড়িগ্রামের চিলমারী উপজেলায় বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) উপজেলার ঢুষমারা থানার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অষ্টমীরচর ইউনিয়নের মধ্য বাঁশপাতার গ্রামের তমছর মোল্লার পুত্র জাহাঙ্গীর হোসেন (২৮) এবং হায়দার আলীর পুত্র সোনা মিয়া (৩৫)।

স্থানীয়রা জানায়, গয়নার পটল এলাকায়৩ দিনমজুর পাট ধোয়ার কাজ করছিলেন। সে সময়ে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হন তারা। পরে তাদেরকে উদ্ধার নৌকায় করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আল আমিন হোসেন আহত জাহাঙ্গীর হোসেন ও সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আব্দুস সামাদকে  কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

অষ্টমীরচর ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার বলেন, নিহতরা তার ইউনিয়নের বাসিন্দা। দিনমজুরি করে তাদের সংসার চলে। বজ্রপাতে ২ জন নিহত হবার ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।

বজ্রপাতে ২ জন নিহত এবং একজন আহত হবার ঘটনা নিশ্চিত করেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ