28 C
আবহাওয়া
১২:০৫ পূর্বাহ্ণ - জুন ১১, ২০২৩
Bnanews24.com
Home » গাজীপুরে বন্যায় ২০ স্কুলে পাঠদান অনিশ্চিত

গাজীপুরে বন্যায় ২০ স্কুলে পাঠদান অনিশ্চিত

গাজীপুরে বন্যায় ২০ স্কুলে পাঠদান অনিশ্চিত

বিএনএ, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কমপক্ষে আরও ২০ টি স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।  শুক্রবার সরেজমিনে গিয়ে জানা যায়, এতে  সরকার ঘোষিত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে। গত ১ সপ্তাহ যাবত কালিয়াকৈর উপজেলার মধ্যে বয়ে যাওয়া তুরাগ নদ, মকশ বিলসহ কয়েকটি বিলে বন্যার পানি বৃদ্ধি পায়। এতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠেছে।এ ছাড়াও কিছু বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় পাঁচ ফুট পর্যন্ত পানি জমে আছে।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন জানান, জেলায় মোট ৭৮১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কালিয়াকৈরে বন্যার পানিতে ২০টি বিদ্যালয়ে পানি উঠেছে। অন্য উপজেলাগুলোতে কোনো সমস্যা নেই।

বিএনএ/ রুকন, ওজি

Total Viewed and Shared : 110 


শিরোনাম বিএনএ