32 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভুয়া সমন্বয়ক আটক

চট্টগ্রামে ভুয়া সমন্বয়ক আটক

চট্টগ্রামে ভুয়া সমন্বয়ক আটক

বিএনএ, চট্টগ্রাম: বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সমাবেশ থেকে মো. তানভীর শরীফ (২৮) নামে একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। শনিবার (১০ আগস্ট) চট্টগ্রামের কোতোয়ালী থানার নিউমার্কেট মোড়ে এ ঘটনা ঘটে।

আটক তানভীর শরীফ নিজেকে সংগঠনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক বলে দাবি করেন। তিনি নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতা বলে জানান বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মো. হাসান জানান, তিনি দীর্ঘদিন সমন্বয়ক সেজে ছাত্রদের বিভিন্ন তথ্য পাচার করছিল। আজকে ছাত্রদের সমাবেশ মঞ্চে গিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে, আমরা তাকে চ্যালেঞ্জ করি। তারপর তার ফেসবুক আইডি চেক করে দেখি, স্বৈরাচারের পক্ষে বিভিন্ন পোস্ট। তিনি নিজেও স্বীকার করেছেন, ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে বিভিন্ন তথ্য পাচার করতেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জানান, ছাত্র আন্দোলনের বিজয়কে অনেক দুষ্কৃতকারী নস্যাৎ করার চেষ্টা করছে। আজকে এমন একজনকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ