29 C
আবহাওয়া
১২:৩৪ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৪
Bnanews24.com
Home » পিকআপের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

পিকআপের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

অ্যালকোহল পানে দু্ই নিরাপত্তা কর্মীর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর খিলক্ষেত কাওলা ব্রিজ এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় আব্দুল আজিজ (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী রওশন আরা জানান, সোমবার সন্ধ্যার দিকে কাওলা ব্রিজের পাশে দিয়ে যাওয়ার সময় একটি পিকআপভ্যান আব্দুল আজিজকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

তিনি আরও জানান, আব্দুল আজিজের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। তারা বিমানবন্দর সংলগ্ন প্রেম বাগান এলাকায় সপরিবারে থাকতেন। ছয় মেয়ে জনক ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/আজিজুল,আমিন

Loading


শিরোনাম বিএনএ