31 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ভারত থেকে এলো পাঁচ টন আদা

ভারত থেকে এলো পাঁচ টন আদা

ভারত থেকে এলো পাঁচ টন আদা

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে প্রায় পাঁচ টন আদা আমদানি করা হয়েছে। সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় আদা ভর্তি একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়।

জানা যায়, প্রতি টন আদার আমদানি মূল্য ৪৫০ মার্কিন ডলার। আদাগুলো কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

এর আগে, গত শনিবার বিকেলে ভারত থেকে ১১ টন পেঁয়াজের একটি চালান আসে বন্দরে। এই বন্দর দিয়ে মোট ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে বিডিএস কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান।

আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সমাউল ইসলাম গণমাধ্যমকে জানান, মদিনা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে আদা আমদানি করেছে। মোট ১০ টন আদা আমদানির জন্য এলসি খুলেছে প্রতিষ্ঠানটি। আমদানি পণ্য থেকে যথারীতি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বিভিন্ন মাশুল আদায় করবে বন্দর কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ