বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢালু পথে সাইকেল চালানোর সময় পড়ে গিয়ে আব্দুল গণি (৪০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বিয়ের ২৯ দিনের মাথায় অজানা পথের যাত্রী হলেন তিনি। শুক্রবার (৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা ফতেয়ারখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গণি নগরীর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বিবির হাট ১ নম্বর গলির হাজী আবু বক্কর বাড়ির মৃত ইসলাম মিয়ার ছেলে। তিনি প্রবাসে থাকতেন। নিজের বিয়ে আনুষ্ঠানিকতার জন্য দেশে এসেছিলেন।
তিনি ২৯ দিন পূর্বে জেরিন আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আগামী মাসে বিদেশে ফিরে যাওয়ার কথা ছিলো তার।
নিহতের বড় ভাই মো. ওসমান গণি বলেন, শুক্রবার বোয়ালখালীতে স্ব পরিবারে খালার বাড়িতে বেড়াতে এসেছিলাম। বিকেলে সকলে মিলে জৈষ্ঠ্যপুরা পাহাড়ের ফতেয়ারখীল এলাকায় ঘুরতে গেলে আব্দুল গণি এক ছেলে থেকে সাইকেল নিয়ে ঢালু পথে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় সে ভাণ্ডালজুরি পানি শোধনাগারের পাকা স্থাপনার সাথে মাথা আঘাত পায়। তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গণিকে মৃত ঘোষণা করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ হাসপাতাল থেকে পাঁচলাইশ থানা পুলিশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ