বিএনএ, বিশ্ব ডেস্ক: পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে, উভয় পক্ষকে সরাসরি সংলাপে বসার আহ্বান জানিয়েছে বিশ্বের সাতটি প্রধান অর্থনৈতিক শক্তির জোট জি৭।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বুধবার ভারত পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পর থেকে দুই দেশের মধ্যে প্রতিদিনই সংঘর্ষ চলছে, যাতে এখন পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে।
জি৭-এর সদস্য রাষ্ট্র কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভরা এক বিবৃতিতে বলেন, ‘আমরা ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। আমরা পাকিস্তান ও ভারতকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি।’
এ সময় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মাঝে দ্রুত ও স্থায়ী কূটনৈতিক সমাধানে সব ধরনের সাহায্যের আশ্বাস দেয় জি৭ জোট।
ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
এরই মধ্যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনালাপ করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, রুবিও ভবিষ্যৎ সংঘাত এড়াতে ‘গঠনমূলক আলোচনা শুরু করতে সহায়তা দেওয়ার’ প্রস্তাব দিয়েছেন।
তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধ আমাদের বিষয় নয়।’
উল্লেখ্য, চীনের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব কমানোর জন্য সাম্প্রতিক বছরগুলোতে ভারত পশ্চিমা বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত হয়ে আসছে। অন্যদিকে, পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্র হলেও ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে দেশটির ভূরাজনৈতিক গুরুত্ব অনেকটাই কমে গেছে।
বিএনএনিউজ/ বিএম