28 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৩
Bnanews24.com
Home » শ্রীলঙ্কায় বুধবার পর্যন্ত কারফিউ

শ্রীলঙ্কায় বুধবার পর্যন্ত কারফিউ

শ্রীলঙ্কা

বিএনএ আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে সোমবার দেওয়া কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার দ্বীপদেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছে তা আজ স্থানীয় সময় সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। পরে তা বাড়িয়ে আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হওয়া যাবে।

শ্রীলঙ্কার পর্যটন বিভাগ বলেছে, বেড়াতে আসা বিদেশিদের ট্রাভেল ডকুমেন্টকে তাদের কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে। এ ছাড়াও, বিদেশিদের তাদের হোটেলের আশে-পাশে থাকার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়ে নিজের পিস্তল দিয়ে দুইজনকে গুলি করে নিজে আত্মহত্যা করেছেন। শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে এক সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯০ জনের বেশি। পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপক্ষে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 139 


শিরোনাম বিএনএ