বিএনএ ডেস্ক : পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি অনাস্থা প্রস্তাবের ওপর ভোট না হলে তা হবে আদালত অবমাননা। তাই মধ্যরাতেও আদালত খোলা রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল।
পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল বলেছেন, গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি যে সিদ্ধান্ত দিয়েছেন, তা স্পষ্টতই ত্রুটিপূর্ণ ছিল।
দেশটির সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে আইনসভাকে পুনরুজ্জীবিত করার রায় এবং একই সঙ্গে শনিবার (০৯ এপ্রিল) অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে দেন।
সেই নির্দেশনা অনুযায়ী অধিবেশন বসলেও তা নাটকীয়তার মধ্য দিয়ে মুলতবী করা হয়। এদিকে রোববার (১০ এপ্রিল) অধিকতর আইনানুগ পথ খুঁজতে বিশেষ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ইমরান খান।
বিএনএ/ওজি