30 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » যৌতুকের টাকা জোগাড় না হওয়ায় প্রতিবন্ধী বাবার আত্মহত্যা

যৌতুকের টাকা জোগাড় না হওয়ায় প্রতিবন্ধী বাবার আত্মহত্যা

যৌতুকের টাকা জোগাড় না হওয়ায় প্রতিবন্ধী বাবার আত্মহত্যা

বিএনএ,চট্টগ্রাম: জামাল উদ্দিন (৪৫)। পেশায় রিকশাচালক। চট্টগ্রামের সীতাকুণ্ডের সিনার্জি বাগানে তার বাড়ি। শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও ব্যাটারিচালিত রিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি। গত কয়েকদিন আগে তার আগের রিকশা নিয়ে নেন মালিক। এরপর কয়েকদিন অন্যান্য কাজে যুক্ত ছিলেন। লকডাউনের পর সেসব কাজও বন্ধ হয়ে যায়। দুই মাস আগে তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন। আবার আসন্ন রমজান উপলক্ষে নতুন বিবাহিত মেয়ের শ্বশুরবাড়িতে ইফতারিও পাঠাতে হবে। এছাড়া যৌতুক নিয়ে মেয়ের শশুরবাড়ির লোকজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। এক পর্যায়ে পরিবারের মধ্যে অশান্তি নেমে আসে। তারই জের ধরে শনিবার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকেতার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক।

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিনার্জি বাগানে একটি ভাড়া বাসা থেকে জামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি ভোলার মনপুরা উপজেলার গোয়ালিয়া গ্রামে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, শনিবার সকালে ভাটিয়ারী এলাকায় এক রিকশাচালকের আত্মহত্যার খবর পেয়ে দ্রুত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশপাশের লোকেরা অর্থকষ্ট ও কাজের অভাব থেকে ওই রিকশাচালক আত্মহত্যা করেন বলে দাবি করেছেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
আমি খুব কাছাকাছিই আছি, যাতে চট করে ঢুকে পড়তে পারি-শেখ হাসিনা জয়ন্ত কুমার হত্যায় বিএসএফ এর দু:খ প্রকাশ, গুলি না চালানোর প্রতিশ্রুতি আন্তর্জাতিক বাজার: তেলের দাম তিন বছরে সর্বনিম্ন আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রাজধানীতে বোমা তৈরির সরঞ্জামসহ দুই জঙ্গি গ্রেপ্তার অতীতের পচা থেকে একটা নতুন বাংলাদেশের সৃষ্টি করতে চাই-ড. ইউনূস রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেন প্রবাসী চট্টগ্রাম এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের নেতৃত্বে শামসুল-রিপন সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান ৭ দিনের রিমান্ডে কর্ণফুলীতে পিতা খুনের ঘটনায় ২ ছেলে গ্রেপ্তার