28 C
আবহাওয়া
১১:৫৭ পূর্বাহ্ণ - জুন ১৪, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজার সমুদ্র সৈকতে আরেকটি মৃত তিমি

কক্সবাজার সমুদ্র সৈকতে আরেকটি মৃত তিমি


বিএনএ, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি পয়েন্টে আবারও ভেসে উঠল বিশালাকার একটি মৃত তিমি। শনিবার (১০ এপ্রিল) সকালে, জোয়ারের পানি নামতে শুরু করলে মৃত তিমিটি দেখতে পায় স্থানীয়রা। এ নিয়ে হিমছড়িতে পরপর দুইদিনে দুইটি তিমির মরদেহ ভেসে আসলো।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসন।

এর আগে শুক্রবার (৯ এপ্রিল) সকালে, হিমছড়ি পয়েন্টে বিরাট আকারের একটি মৃত তিমি ভেসে আসে। কিন্তু ভাটার সময় তিমিটি সৈকতের বালিয়াড়িতে আটকে যায়।

সংশ্লিষ্টরা জানান, তিমি মাছটি অন্তত ৩০ থেকে ৪০ ফুট দৈর্ঘ্য এবং উচ্চতা ৪ থেকে ৫ ফুট। এটির আনুমানিক ওজন ২ থেকে ৩ টন হতে পারে। তিমিটির মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারলেও অন্তত ৪/৫ দিন আগে মারা যেতে পারে বলে ধারণা করে প্রশাসন। ওই তিমিটির ৪ থেকে ৫ দিন আগে মৃত্যু হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিলো। অপসারণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ওই তিমিটিকে সেখানেই মাটিচাপা দেয় প্রশাসন।

এর আগে, সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে বিগত ১৯৯১ সালেও এটির চাইতে কয়েকগুন বড় একটি তিমি ভেসে এসেছিলো। গত বছর জুন মাসে লকডাউনের সময় টেকনাফের শামলাপুর সৈকতে ভেসে আসে একটি মৃত তিমির বাচ্চা।

এদিকে প্রত্যক্ষদর্শীদের মতামত, বঙ্গোপসাগরে জেলেদের হত্যার শিকার হচ্ছে এই বিশাল আকারের তিমি।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ