33 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » পটিয়ায় ছুরিকাঘাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

পটিয়ায় ছুরিকাঘাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ছুরিকাঘাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আবুল কালাম (৫০) খুন হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা পান্নাপাড়া শফি মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম শফি মেম্বার বাড়ির আহমেদ জালালের ছেলে।

এ সময় আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (৪০) আহত হন। আহত ফাতেমা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি  করা হয়েছে। তাকে হাসপাতালের ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, বুধবার সকালে পারিবারিক সম্পত্তি নিয়ে ছোট ভাই আবুল কালামের সঙ্গে বড় ভাই আবু মুসা বাগবিতণ্ডায় জড়ান। এ সময় আবুল কালাম এবং স্ত্রী ফাতেমা আক্তারকে ছুরিকাঘাত করা হয়।

সকাল পৌনে ১১টার দিকে তাদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আহত ফাতেমা আক্তার হাসপাতালের ২৫ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার  অবস্থা গুরুতর। নিহত আবুল কালামের মরদেহ মর্গে রয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার তদন্ত হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ