22 C
আবহাওয়া
৪:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » পিপলসের চার কর্মকর্তাকে দুদকে তলব

পিপলসের চার কর্মকর্তাকে দুদকে তলব

দুদক

বিএনএ, ঢাকা : পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনার অনুসন্ধানে পিপলস লিজিং’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামী হুদাসহ চার জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১০ ডিসেম্বর) দুদকের তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানের স্বাক্ষরিত চিঠিতে আগামী ১৪ জানুয়ারি তাদের দুদকে হাজির হতে বলা হয়।

তলব করা অন্যান্যরা হলেন পিপলস লিজিং’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আহমেদ জামাল, হেড অব ক্রেডিট মাহামুদা কায়সার এবং সিএফও মানিক লাল সমাদ্দার।

উল্লেখ্য,আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং রিলায়েন্স ফাইন্যান্স কোম্পানির শীর্ষ পদে থেকে ৩ হাজার ৬০০ কোটি টাকা লুটে নিয়ে এখন বিদেশে পলাতক আছে এরআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ